বিনোদন ডেস্ক : তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সেপ্রথম ছবিতেই দারুণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এরপর মম ব্যস্ত হয়ে পড়েন নাটকে। পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন। সবমিলিয়ে কেটে গেছে অনেকটা সময়। কিন্তু মম-তৌকীরের একসঙ্গে কাজ করা আর হয়ে ওঠেনি। এ নিয়ে আক্ষেপ ছিল স্বয়ং মম’রও।
তবে দীর্ঘ সময় পর এসে সেই আক্ষেপ মিটেছে এই অভিনেত্রীর। তৌকীরের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মম। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণাধীন সিনেমাটির কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি।
মম জানান, এই সিনেমার দুইটা সময়ের গল্প আছে। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে তুলে ধরা হবে। আমি ২০২০ সালের তারুণ্যের অংশে কাজ করেছি। পুরোপুরি ভিন্নধর্মী চরিত্র। এই ধরেনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম।
সিনেমাটিতে মম ছাড়াও আরো অভিনয় করেছেন পরীমনি, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলা। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মম অভিনীত
সম্প্রতি ‘আগামীকাল’ শিরোনামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে মম জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা ইমনের সঙ্গে।
বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২০/এ