স্পোর্টস ডেস্ক : ক’দিন ধরেই ক্রিকেট পাড়াই বেশ জোর গুঞ্জন উঠেছিল ২০২৩ বিশ্বকাপের কথা মাথাই রেখে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সে লক্ষ্যে বাদ পড়তে পারেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। অবশেষে ঘটলও সেটিই।
গুঞ্জন অনুযায়ী সত্যি হলো মাশরাফি বিন মুর্ত্তজার সুযোগ না পাওয়াটা। সোমবার (৪ জানুয়ারি) টাইগারদের সাবেক দলপতি মাশরাফি বিন মুর্ত্তজাকে বাদ রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে অনুমেয়ভাবেই দলপতি তামিম ইকবাল।
ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর এই প্রথম কোন সিরিজের আগে আনুষ্ঠানিকভাবে বাদ পড়লেন মাশরাফি। এর আগে অনেক সিরিজ মিস করলেও তার কারণ ছিল ইনজুরি অথবা ফিটনেস। কিন্তু শুধুমাত্র ক্রিকেটীয় কারণে এই প্রথম বাদ পড়লেন মাশরাফি। এই সিরিজ থেকে এভাবে বাদ পড়ার অর্থ পরিষ্কার; সামনের সময়ে বিসিবি’র পরিকল্পনায় মাশরাফি আর নেই।
মাশরাফির বয়স এবং বিসিবির আগামী দিনের পরিকল্পনা-এই দুইকে যোগ করলে একটা তথ্যই মিলছে, মাশরাফির আর্ন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ার সম্ভবত এখানেই শেষ! ২২০ টি ওয়ানডে ম্যাচেই তাহলে থেমে যাচ্ছে তার আর্ন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ার। তবে জাতীয় দল থেকে বাদ পড়লেও মাশরাফি এখনই ক্রিকেটকে বিদায় জানাতে প্রস্তুত নন।
নিজের সেই সিদ্ধান্ত স্পষ্ঠ করেই মাশরাফি জানিয়েছেন, কখন ক্রিকেট ছাড়বো, সেই সিদ্ধান্ত আমি নিজেই নেবো। আমার ক্রিকেট জীবনের একান্ত সেই সিদ্ধান্ত অন্য কেউ কেন নেবে? আমি ঘরোয়া ক্রিকেটে খেলে যাবো। যতদিন আনন্দ পাই, ততদিন খেলবো। আমাকে জাতীয় দলে রাখা না রাখার সিদ্ধান্ত নির্বাচকদের। আর আমার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তটা কেবল আমারই।
ক্যারিয়ারের ৩৬ টেস্টের শেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি ২০০৯ সালে। ৫৪টি আর্ন্তজাতিক টি- টোয়েন্টি খেলে আকস্মিক এই ফরমেট থেকে বিদায় নিয়েছিলেন ২০১৭ সালের ৬ এপ্রিল। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মাশরাফি গেল বছরের ৬ মার্চ। বাস্তবতা জানাচ্ছে সম্ভবত সেটাই বাংলাদেশের জার্সি গায়ে মাশরাফির শেষ ম্যাচ হয়ে থাকছে!
সোমবার (৪ জানিয়ারি) বিসিবিতে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার, টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, কোচ রাসেল ডমিঙ্গো এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দল গঠনের এই সভায় অংশ নেন। কোচ এবং অধিনায়ক এই সভায় ভার্চুয়ালি যোগ দেন।
বাংলাদেশে তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি সফরের প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রাথমিক দল দু’ভাগে ভাগ হয়ে দুটি প্রস্তুতিমুলক ওয়ানডে ম্যাচ খেলবে। ১৪ ও ১৬ জানুয়ারি এই দুটি প্রস্ততি ম্যাচ শেষে পরদিন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে।
বাংলাদেশের ২৪ সদস্যের ওয়ানডে’র প্রাথমিক দল:
নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন; মাহাদি হাসান এবং রুবেল হোসেন।
২০ জনের প্রাথমিক টেস্ট দল:
তামিম ইকবাল,মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজু রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান এবং এবাদত হোসেন।
বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২০/এ