বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬০ লাখ ৯৭ হাজার ৪২৬টি শেয়ার ৮২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৪১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকার রবির এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া একটিভ ফাইনের ৪৩ লাখ ৫৩ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ২২ লাখ ৭২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ৯ লাখ ৮৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ১৮ হাাজর টাকার, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৮৮ লাখ ৮২ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৭৪ হাজার টাকার, ডিবিএইচের ৮৪ লাখ ২৭ হাজার টাকার, ডরিন পাওয়ারের ২৬ লাখ ২৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৭ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ লাখ ৫ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪২ লাখ ৫০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ১ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ১৬ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৬ লাখ ১০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৬ লাখ ৮০ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, ফার্মা এইডসের ৫৯ লাখ ৮১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ২৬ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৯৫ লাখ টাকার, এসকে ট্রিমসের ২৮ লাখ ৬০ হাজার টাকার, সোনালী আঁশের ৪০ লাখ ২০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২০ লাখ ৪৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ২০ লাখ ৪০ হাজার টাকার এবং ওয়ালটনের ১০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২১/এস