বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। এরপর তার লাশ সড়কেই পড়ে ছিল দীর্ঘক্ষণ।
নাট্যনির্মাতা রোমান রুনি জানান, দারুস সালাম এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরপর এই অভিনেত্রীর মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের পরিবারের বরাতে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন।
তিনি আরো বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জানা গেছে, আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শীল্পী ছিলেন। নিয়মিত একক নাটক ছাড়াও টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন আশা। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিং করেন।
বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২০/এ