বিনোদন ডেস্ক : সোমবার রাতে রাজধানীর টেকনিক্যাল মোড়ে রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাকের চাপায় মাথা থেঁতলে যায় ছোট পর্দার উঠতি অভিনেত্রী আশা চৌধুরী। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনার সেই ভিডিওটি গণমাধ্যমসহ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, মোড় ঘুরার জন্য আশাকে বহন করা মোটরসাইকেলটি একটি পিকাপ ভ্যানের পেছনে অপেক্ষা করছে। ঠিক তখন পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ডানে ছিটকে পড়েন এবং অভিনেত্রী আশা প্রায় ২০ ফুট বাঁ দিকে ছিটকে পড়েন।
মোটরসাইকেল চালক উঠে আশার কাছে গিয়ে দেখেন ট্রাকের চাকায় থেঁতলে গেছে আশার মুখের একাংশ এবং ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় মোটরসাইকেলের চালক অক্ষত অবস্থায় বেঁচে যান। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সোমবার রাতে শুটিং শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আশা। সেখানেই তার মৃত্যু হয়। উঠতি এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নামে বিনোদন জগতে। ইডেন কলেজে আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। ছোটবেলা থেকেই জড়িত মিডিয়ার সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীও ছিলেন তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি, ২০২০/এ