স্পোর্টস ডেস্ক : মেসির জোড়া গোলে বিলবাওয়ের মাঠ থেকে জয় নিয়েই ফিরেছে বার্সেলোনা। মেসির দুই ও পেদ্রির এক গোলে বার্সেলোনা জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। বিলবাওয়ের পক্ষে গোল দুইটি করেছেন ইনাকি উইলিয়ামস ও ইকার মুনিয়াইন।
বুধবার রাতে খেলা শুরুর তৃতীয় মিনিটেই গোল আদায় করে নেয় বিলবাও। বিলবাও ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস বার্সা ডিফেন্ডার লেংলেকে আলতো ছোঁয়ায় পেছনে ফেলে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগানকে পরাস্ত করেন।
গোল হজমের যন্ত্রণা অবশ্য দীর্ঘ হয়নি বার্সার। ১৪তম মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের উঁচু ক্রস দূরের পোস্টে যাওয়ার পথে ছয় গজের বক্সে থাকা মিডফিল্ডার পেদ্রি সেটা জালে জড়িয়ে দেন।
এরপর বিরতির মিনিট সাতেক আগে ১৫ গজ দূর থেকে নেওয়া পেদ্রির দুর্দান্ত ব্যাকহিল থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
৬২তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের বাড়ানো বল লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৭২তম মিনিটে হ্যাটট্রিক বঞ্চিত হন মেসি। বার্সা অধিনায়কের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা, ঠিক তখনই আবারও ডিফেন্সের ভুলে গোল খেয়ে বসে বার্সা।
এবার মেসির ব্যাক পাস থেকে বল চলে যায় বিলবাওয়ের ইকার মুনিয়ানের পায়ে। সঙ্গে সঙ্গে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন স্বাগতিক দলের মিডফিল্ডার। শেষ বাঁশি বাজতেই মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন মেসিরা।
এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে। ১৭ ম্যাচে রোনাল্ড কোম্যানের দলের সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৫ পয়েন্ট এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে।
বিজনেস আওয়ার/০৭ জানুয়ারি, ২০২০/এ