স্পোর্টস ডেস্ক : লিগ কাপে রীতিমতো উড়ছে শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে সেমিফাইনালে কোনো সুযোগই দেয়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যানিউকে ২-০ গোলে হারিয়ে সিটিজেনরা উঠে গেছে ফাইনালে।
বুধবার রাতে ম্যান ইউর ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডেই হয়েছিল শেষ চারের ম্যাচটি। কিন্তু স্বাগতিক দলের মতো করে খেলেছে ম্যান সিটি। প্রথমার্ধে তেমন আশা জাগানিয়া খেলতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা, তুলে নেয় ২-০ গোলের জয়।
ম্যাচের নবম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেসের জোরালো ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে সেটি ঠেকিয়ে দেন ম্যান সিটির ২৫ বছর বয়সী গোলরক্ষক জ্যাক স্টিফেন।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে বারবার ঢুকে পড়ছিল একে অন্যের রক্ষণে। কিন্তু আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সে ডি-বক্সের মধ্যে খুব একটা সুবিধা করতে পারেনি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ফিরে বদলে যায় ম্যান সিটির চেহারা। একের পর এক আক্রমণ চালায় সিটিজেনরা। ম্যাচের ৫৩ মিনিটের সময় গোলের তালা ভাঙেন জন স্টোনস। লিড পেয়ে আক্রমণের ধার আরও বাড়ায় তবে লক্ষ্য বরাবর শট নিতে পারছিল না তারা।
ম্যাচ যখন ১-০ গোলে শেষ হওয়ার পথে তখন ৮৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দিনহো। ডি-বক্সের বাইরে থেকে বুদ্ধিদীপ্ত এক ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
বিজনেস আওয়ার/০৭ জানুয়ারি, ২০২০/এ