বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী বছরের শেষ সপ্তাহের মতো নতুন বছরের প্রথম সপ্তাহেও দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষ স্থানটি ধরে রেখেছে রবি আজিয়াটা।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ার দর ছিল ২৯.৮০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৭.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭.৮০ টাকা বা ৫৯.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৪৬.৯৪ শতাংশ, একটিভ ফাইনের ৩৯.৬৪ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩৮.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩৬.৫৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২৭.১৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ২৫.৮০ শতাংশ, এস এস স্টিলের ২৩.৯১ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ২৩.৩৩ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ২২.২৫ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২১/এস