বিজনেস আওয়ার প্রতিবেদক : গত সপ্তাহে (০৩-০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) শেয়ার। এ কোম্পানিটির ৮১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ওই সপ্তাহের মোট লেনদেনের ৮.১৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ৫ম স্থান দখল করেছে। এ কোম্পানিটির গত সপ্তাহে ৪১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে লেনদেন হয়েছে ১০ কোটি ৩ লাখ শেয়ার।
গত সপ্তাহে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির ৭৭১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ৫০৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ৪৩৬ কোটি ৯৩ লাখ টাকার, লাফার্জহোলসিমের ৩১৮ কোটি ৪২ লাখ টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫৬ কোটি ৯২ লাখ টাকার, পাওয়ার গ্রীডের ১৫৪ কোটি ৮৭ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ১৩১ কোটি ৭১ লাখ টাকার এবং একটিভ ফাইন কেমিক্যালসের ১২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২১/পিএস