স্পোর্টস ডেস্ক : গ্রানাডার মাঠেই তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে চারটি গোলের দুটি করেন লিওনেল মেসি আর বাকি দুটি আসে অ্যান্তোনিও গ্রিজম্যানের পা থেকে।
শনিবার রাতে গ্রানাডার মাঠে লিড নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ম্যাচের ১২ মিনিটের মাথায় অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে বার্সা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
খেলার ৩৫ মিনিটের মাথায় অ্যান্তোনিও গ্রিজম্যানের বাড়ানো বল ডি বক্সের ভেতর ঢুকে বাঁকানো শটে বল জালে জড়িয়ে দলের লিড দ্বিগুণ করেন মেসি।
প্রথমার্ধের খেলা তখন প্রায় শেষের পথে, ওসমান দেম্বেলেকে ডি বক্সের সামনে ফাউল করায় ফ্রি-কিক পায় বার্সা। সেখান থেকে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল লিওনেল মেসির। প্রথমার্ধ শেষের আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে বার্সা।
বিরতি থেকে ফিরেও গোছালো ফুটবল খেলতে থাকে মেসি-গ্রিজম্যানরা। ম্যাচের ৬৩ মিনিটে ওসমান দেম্বেলের দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে বার্সাকে ৪-০ গোলে এগিয়ে নেন অ্যান্তোনিও গ্রিজম্যান।
শেষ দিকে গোল পরিশোধ তো দূরের কথা উল্টো ম্যাচের ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাডার ডিফেন্ডার হেসুস ভ্যায়েহো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২০/এ