স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের নিচের সারির দল ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লা লিগার চ্যাম্পিয়নদের।
মাঠে নামার আগে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। খেলা শুরুর ঘণ্টা খানেক আগেও নিশ্চিত ছিল না আদৌ ম্যাচ মাঠে গড়াবে কিনা। এর আগে তুষারপাতের কারণে রিয়াল খেলোয়াড়রা উড়োজাহাজে প্রায় চার ঘণ্টা আটকে ছিল।
আর সেই সঙ্গে টানা তুষারপাত তো চলছিলোই। পুরো ম্যাচ জুড়েই ছিল প্রতিকূল অবস্থা। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়িয়েছে, আর রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়ে হাতছাড়া করেছে শীর্ষে ওঠার সুযোগও।
ওসাসুনার বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা আর মার্কো অ্যাসেন্সিওকে নিয়ে গড়া আক্রমণত্রয়ী ভাঙতে পারেনি ওসাসুনার রক্ষণ। গোটা ম্যাচটাই ছন্নছাড়ার মতোই খেলেছে চ্যাম্পিয়নরা।
জিদানের দল যেন গোছালো ফুটবল খেলতেই ভুলে গিয়েছিল এদিন। যদিও রক্ষণভাগ শক্ত করে ধরে ঠিকই রেখেছিল লস ব্ল্যাঙ্কোসরা। জমাট বাধা রক্ষণ হলেও দন্তহীন আক্রমণভাগের জন্য ওসাসুনার কাছে পয়েন্ট খুইয়ে এলো লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩০তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ওসাসুনা। লুকাস ভাসকেসের দেওয়া ব্যাকপাস রাফায়েল ভারানে নিয়ন্ত্রনে নিতে পারেনি। ফলে কর্নার পায় ওসাসুনা। সেই কর্নার থেকেই ওইয়েরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
রিয়াল একমাত্র সুযোগটি পায় ৪৯ মিনিটে। সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে এগিয়ে যান মার্কো আসেনসিও। ডি-বক্সের বাইরে তার নেওয়া জোরালো শট ফিরিয়ে দেন গোলরক্ষক।
এই ড্র’তে পয়েন্ট টেবিলের শীর্ষে ওটার সুযোগ হারাল জিদানের দল। ১৮ ম্যাচে ১১ জয়, চারটি ড্র আর তিনটি হারে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আর ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২০/এ