বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মদক্ষতা উন্নয়নে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমসের (ওএমএস) রক্ষণাবেক্ষণ কাজ আগামী ১১ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হবে। এই কাজ আগামী ৩ সপ্তাহ অব্যাহত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির ওএমএস রক্ষণাবেক্ষণ উন্নয়নের কাজ ১১ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি শেষ হবে। এই সময়ে ডিএসইর মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা সকাল ১০.১৫ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুবিধা গ্রহণ করতে পারবেন।
ওএমএস রক্ষণাবেক্ষন উন্নয়ন কাজ শেষে মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা পূর্বের সময় অনুযায়ী সকাল ৯.৪৫টা থেকে দুপুর ২.৪০টা পর্যন্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: