বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৬.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আইপিডিসির। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিডিসির শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ২৯ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩১.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইপিডিসি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ শতাংশ, রবি আজিয়াটার ৯.৮৭ শতাংশ, লাফার্জহোলসিমের ৯.৭৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৬৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.৪১ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৯.১৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯.০৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ম্যানেজমেন্ট ফান্ডের ৮.৭৪ শতাংশ এবং ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর ৭.৮৫ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২১/এস