বিনোদন ডেস্ক : গত বছর লকডাউনের পর পরই তাসকিন রহমান অভিনীত ওয়েব ছবি ‘জানোয়ার’ শিরোনামের চলচ্চিত্রটির কাজ হয়েছিল। মাত্র ১৪ দিনে শেষ করা হয়েছিল ‘জানোয়ার’-এর। ছবিটি নির্মান করেছেন রায়হান রাফি।
এই নির্মাতা এবার জানালেন মুক্তির দিনক্ষণ। আগামী ১৪ জানুয়ারি এটি মুক্তি পাবে। যার ফলে বাংলাদেশি প্রযোজনায় বছরের প্রথম ওয়েব ফিল্মটি হতে যাচ্ছে এটিই।
রাফি বলেন, খুব টাইট সিডিউলের মধ্যে আমরা ছবিটির কাজ শেষ করেছিলাম। ছবিটি একটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি হয়েছে। আমাদের সমাজে ঘটে যাওয়া একটি ঘটনার কিছু জানোয়ারদের নিয়ে এই চলচ্চিত্র।
এই পরিচালক জানান, ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা তাসকিন রহমান। বাস্তব জীবনের ঘটনা নিয়ে ছবিটির গল্প। এতে তাসকিন রহমানকে পুলিশের ভূমিকায় দেখা যাবে।
সিনেমার অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, রাশেদ মামুনুর অপু প্রমুখ। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত এ ছবিটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক-এ।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২০/এ