ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সেরামের টিকা আসছে ২৫ জানুয়ারির মধ্যে: বেক্সিমকো

  • পোস্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার প্রথম চালানটি দেশে আসবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। এই টিকার আমদানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান এ কথা জানান।

তিনি বলেন, প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে। ইতোমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।

এদিকে ভারত থেকে ঠিক কখন, কীভাবে এবং কী পরিমাণে বাংলাদেশ করোনার টিকা পাওয়া শুরু করবে, তা গত এখনও পর্যন্ত সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়া যায়নি। আর এর মধ্যেই টিকার প্রথম চালান আসার কথা জানা গেল।

বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সেরামের টিকা আসছে ২৫ জানুয়ারির মধ্যে: বেক্সিমকো

পোস্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার প্রথম চালানটি দেশে আসবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। এই টিকার আমদানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান এ কথা জানান।

তিনি বলেন, প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে। ইতোমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।

এদিকে ভারত থেকে ঠিক কখন, কীভাবে এবং কী পরিমাণে বাংলাদেশ করোনার টিকা পাওয়া শুরু করবে, তা গত এখনও পর্যন্ত সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়া যায়নি। আর এর মধ্যেই টিকার প্রথম চালান আসার কথা জানা গেল।

বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: