বিজনেস আওয়ার প্রতিবেদক : কাচাঁমাল জটিলতায় উৎপাদন বন্ধ করে দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির ১০ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ। এছাড়া কবে পূণ:রায় উৎপাদন শুরু হবে, তা এখন বলতে পারছে না কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনা মহামারির কারনে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাচাঁমাল) সরবরাহ করছে না। যাতে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এছাড়া লোকাল বাজারে কাচাঁমালের অস্বাভাবিক দর বৃদ্ধি পেয়েছে। যা ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। যাতে পণ্য বাজারজাতকরনে কোম্পানি ভোগান্তিতে পড়বে।
এই পরিস্থিতিতে কোম্পানির সি-সিফট থেকে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে কাচাঁমালের জটিলতা কেটে গেলে, আবারও উৎপাদন কার্যক্রম শুরু করা হবে।
আরও পড়ুন…….
আজিজ পাইপসের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে নিরীক্ষকের শঙ্কা
বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২১/এস