1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৯ লাখ ছাড়িয়েছে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৯ লাখ ছাড়িয়েছে

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালানো করোনা মহামারীর দাপট এখনও কমেনি। বরং নতুন রূপে দেখা দিয়েছে কয়েকটি দেশে। ইতিমধ্যে করোনায় বিশ্বে সাড়ে ১৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখ ১৮ হাজার ২৪০ জন। আরা মারা গেছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৩২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৮০৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৪৫৯ জন। করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৬৭ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ হাজার ২৪৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪ লাখ ৭৯ হাজার ৮৭৯ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। লাতিন আমেরিকার দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৬১৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ