বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১২ জানুয়ারি) ২০টি খাতের ৩৬২টি প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এসব খাতের মধ্যে ২টি খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ১টি খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
শতভাগ শেয়ার দর বাড়া খাত দুইটি হলো : বন্ড ও টেলিযোগাযোগ খাত। আর পাট খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
যে দুই খাতের শেয়ার দর শতভাগ বেড়েছে তাদের মধ্যে বন্ড খাতের এপিএসসিএল নন-কনভাটেবল অ্যান্ড ফুল্লি রিডেম্বল কুপন বিয়ারি বন্ডের ইউনিট দর ১৭৯ টাকা ও আইবিবিএল পার্পেচ্যুয়াল বন্ডর ইউনিট দর ৬ টাকা বেড়েছে।
টেলিযোগাযোগ খাতের তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ৫.৭০ টাকা বেড়েছে রবি আজিয়াটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪.৭০ টাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের এবং গ্রামীণফোনের শেয়ার দর ৩.৬০ টাকা বেড়েছে।
আজ শেয়ার দর শতভাগ কমেছে পাট খাতের কোম্পানিগুলোর। এই খাতের তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ৪১.৪০ টাকা কমেছে সোনালী আঁশের। দ্বিতীয় সর্বোচ্চ ৫.৯০ টাকা জুট স্পিনার্সের এবং নর্দার্ণ জুটের শেয়ার দর ৩ টাকা কমেছে।
বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২১/এস