বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (১৩ জানুয়ারি) পতন দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজরের লেনদেন। লেনদেনের ৩০ মিনিটের মাথায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫০৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে রবি আজিয়াটারই হয়েছে ২২৬ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার রবির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.২০ টাকায়। ৩০ মিনিটে কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বেড়েছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৮০৮টি শেয়ার ২৫ হাজার ৩৪৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২২৬ কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ৩০ মিনিটের মোট লেনদেনের ৪৫ শতাংশ।
বিজনেস আওয়ার/১৩ জানুয়ারি, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: