বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ সৌদি টেলিকমকে (এসটিসি) জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সৌদি টেলিকমকে ৬X১০০ জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করবে। সাবমেরিন কেবলের পশ্চিম দিকের অংশটি থেকে সৌদি আরবের ইয়ানবুতে ফ্রান্সের মার্সেই পপ পর্যন্ত এককালীন মার্কিন ডলার ফিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি টেলিকমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য ৩৬ লাখ ডলার সরবরাহ করবে।
বিজনেস আওয়ার/১৩ জানুয়ারি, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: