স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরের শেষ প্রান্তে ভারতীয় দলে বাড়ছে চোটাগ্রস্ত খেলোয়াড়ের সংখ্যা। সেকারণে শেষ টেস্টে একাদশ বানানো নিয়ে বিপাকে পড়েছে তারা। দলের এমন পরিস্থিতিতে বীরেন্দ্র শেওবাগ জানালেন, প্রয়োজনে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতের হয়ে খেলবেন তিনি।
টুইটারে একটি ছবি পোস্ট করের শেবাগ। সেখানে লিখেন, এত খেলোয়াড় চোট পেয়েছে, ১১জন জোগাড় না হলে আমি অস্ট্রেলিয়া যেতে প্রস্তুত। কোয়ারেন্টিনের ব্যাপারটা দেখে নেব। পোস্টে আবার বিসিসিআইকে ট্যাগও করেন এককালের বিস্ফোরক ব্যাটসম্যান।
উল্লেখ্য, প্রথম টেস্ট খেলে সিরিজ থেকে ছিটকে যান মোহাম্মদ শামি। তারপর দ্বিতীয় টেস্টে তিন ওভার বল করে সিরিজের বাইরে উমেশ যাদব। জাসপ্রীত বুমরাহও যোগ দিলেন বিদায়ী তালিকায়। ব্যাটসম্যানদের ক্ষেত্রেও একই অবস্থা, কেএল রাহুল নেটে চোট পেয়েছিলেন, আঙুলের হাড় সরে গিয়ে সিরিজের বাইরে রবীন্দ্র জাদেজা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হনুমা বিহারী।
বিজনেস আওয়ার/১৩ জানুয়ারি, ২০২০/এ