বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (০৯ জুন) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ইসলামিক ফাইন্যান্স, এসিআই ফর্মূলেশন, এসিআই, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইউনাইটেড পাওয়ার, এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুডস।
কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের বিকাল ৩টায় , এসিআই ফর্মূলেশনের বিকাল ৩টায়, এসিআইয়ের বিকাল ৪টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বিকাল ৩টায়, ইউনাইটেড পাওয়ারের বিকাল সাড়ে ৩টায়, এপেক্স স্পিনিংয়ের বিকাল ২টায় এবং এপেক্স ফুডসের বোর্ড সভা বিকাল ২.৩০টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ এবং এসিআই ফর্মূলেশন, এসিআই, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইউনাইটেড পাওয়ার, এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডসের বোর্ড সভায় ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২০/এস