1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রবি
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রবি

  • পোস্ট হয়েছে : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : এর আগের সপ্তাহের ন্যায় গত সপ্তাহেও (১০-১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) শেয়ার। এ কোম্পানিটির ৮১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ওই সপ্তাহের মোট লেনদেনের ৮.৬৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ২য় স্থান দখল করেছে। এ কোম্পানিটির গত সপ্তাহে ৫৮০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৫ লাখ শেয়ার।

এর আগের সপ্তাহে রবি লেনদেনের ৫ম স্থান দখল করেছিল। ওই সপ্তাহে কোম্পানিটির ৪১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এক্ষেত্রে লেনদেন হয়েছিল ১০ কোটি ৩ লাখ শেয়ার।

এদিকে গত সপ্তাহে লেনদেনে ৩য় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির ৫৩৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫০৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিমের ৩৯৪ কোটি ৪৬ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ৩০০ কোটি ৪৪ লাখ টাকার, সামিট পাওয়ারের ২০৩ কোটি ৬৩ লাখ টাকার, পাওয়ার গ্রীডের ১৯৩ কোটি ২০ লাখ টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৪৭ কোটি ৩৬ লাখ টাকার এবং সিটি ব্যাংকের ১২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৬ জানুয়ারি, ২০২১/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ