বিজনেস আওয়ার প্রতিবেদক : কয়েক দিন ধরে তাপমাত্রা কম থাকায় রাজধানীতে তাপমাত্রা কমেছে। গতকাল শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার (১৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ উত্তর-পশ্চিম/উত্তরদিকের হিম বাতাস ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বইতে পারে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বিজনেস আওয়ার/১৬ জানুয়ারি, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: