স্পোর্টস ডেস্ক : পরীক্ষার পর পরীক্ষা, কিন্তু ফল বারবারই ‘পজিটিভ’। দেড় মাস ভোগার পর অবশেষে করোনামুক্তির আনন্দ ভাগাভাগি করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঘোষণারও এক মাস পেরিয়ে গেল এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি পাউলো দিবালা!
প্রাণঘাতী করোনা ভাইরাস শরীর থেকে গেলেও ছাপ ফেলে গেছে বেশ ভালোমতোই। গেল ৬ মে পরীক্ষার ফল ‘নেগিটিভ’ আসে দিবালার। এরপর যোগ দিয়েছেন জুভেন্টাসের অনুশীলনে। কিন্তু এখনও শতভাগ ফিট হতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের লাইভে দিবালা বলেন, আপনারা জানেন আমার করোনাভাইরাস পজিটিভ হয়েছিল, তবে এখন আমি অনেক ভালো আছি। যদিও এখনও আমি শতভাগ সেরে উঠতে পারিনি, তবে বেশ ভালো আছি।
দিবালা আরও বলেন, আমরা আবারও মাঠে অনুশীলন শুরু করেছি এবং ফুটবল আবার ফিরছে। সুতরাং আমরা শিগগিরই আবারও সেখানে ফিরছি, যে কাজটি করতে আমরা সবাই ভীষণ ভালোবাসি।
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২০/এ