ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাঞ্জারসকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেল পিএসজি

  • পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে কয়েক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্ট টেবিলে তিন-চার নম্বরে ঘোরাঘুরি করছিল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবশেষে শনিবার রাতে অ্যাঞ্জারসের বিপক্ষে ১-০ গোলের জয়ে বাকিদের টপকে টেবিলের এক নম্বর স্থানটি দখল করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।

করোনাভাইরাসে জর্জরিত ক্লাবটির জন্য এটি একটি বড় পাওয়া। দলের তিন খেলোয়াড় এবং কোচ করোনায় আক্রান্ত। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পেরেছে পিএসজি- এমনটা বলার সুযোগ নেই। কিন্তু না শেষ পর্যন্ত লেউইন কুরজাওয়ার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে প্যারিসের ক্লাবটি। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই।

নেইমার, কিলিয়ান এমবাপে, কিনদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ প্রথমার্ধে সেভাবে প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি। বিরতির আগে তারা উল্লেখযোগ্য সুযোগ পায় ২৭তম মিনিটে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ডি-বক্সে খুঁজে পায় নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পাশের জাল কাঁপায়।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় গোল হজম করতে বসেছিল পিএসজি। তবে কেইলর নাভাসের দৃঢ়তায় রক্ষা সে যাত্রায়। এর তিন মিনিট পর দারুণ একটি সুযোগ পায় পিএসজি। নেইমারের থ্রু বল ধরে এমবাপের নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। পরের মিনিটে নেইমারের পাস থেকেই গোলরক্ষক বরাবর শট নেন ডি মারিয়া।

পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন লেউইন কুরজাওয়া। ম্যাচের ৭০ মিনিটের মাথায় বল পেয়েই ভলিতে জালে পাঠিয়ে দেন ফ্রেঞ্চ এই ডিফেন্ডার। আর তাতেই পিএসজির ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ে ২০ ম্যাচে ১৩ জয়, তিন ড্র আর চার হারে ৪২ পয়েন্ট পিএসজির। আর তাতেই ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া লিওঁকে টপকে শীর্ষে উঠে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই।

বিজনেস আওয়ার/১৭ জনুয়ারি, ২০২১/এনডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অ্যাঞ্জারসকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেল পিএসজি

পোস্ট হয়েছে : ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে কয়েক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্ট টেবিলে তিন-চার নম্বরে ঘোরাঘুরি করছিল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবশেষে শনিবার রাতে অ্যাঞ্জারসের বিপক্ষে ১-০ গোলের জয়ে বাকিদের টপকে টেবিলের এক নম্বর স্থানটি দখল করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।

করোনাভাইরাসে জর্জরিত ক্লাবটির জন্য এটি একটি বড় পাওয়া। দলের তিন খেলোয়াড় এবং কোচ করোনায় আক্রান্ত। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পেরেছে পিএসজি- এমনটা বলার সুযোগ নেই। কিন্তু না শেষ পর্যন্ত লেউইন কুরজাওয়ার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে প্যারিসের ক্লাবটি। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই।

নেইমার, কিলিয়ান এমবাপে, কিনদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ প্রথমার্ধে সেভাবে প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি। বিরতির আগে তারা উল্লেখযোগ্য সুযোগ পায় ২৭তম মিনিটে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ডি-বক্সে খুঁজে পায় নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পাশের জাল কাঁপায়।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় গোল হজম করতে বসেছিল পিএসজি। তবে কেইলর নাভাসের দৃঢ়তায় রক্ষা সে যাত্রায়। এর তিন মিনিট পর দারুণ একটি সুযোগ পায় পিএসজি। নেইমারের থ্রু বল ধরে এমবাপের নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। পরের মিনিটে নেইমারের পাস থেকেই গোলরক্ষক বরাবর শট নেন ডি মারিয়া।

পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন লেউইন কুরজাওয়া। ম্যাচের ৭০ মিনিটের মাথায় বল পেয়েই ভলিতে জালে পাঠিয়ে দেন ফ্রেঞ্চ এই ডিফেন্ডার। আর তাতেই পিএসজির ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ে ২০ ম্যাচে ১৩ জয়, তিন ড্র আর চার হারে ৪২ পয়েন্ট পিএসজির। আর তাতেই ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া লিওঁকে টপকে শীর্ষে উঠে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই।

বিজনেস আওয়ার/১৭ জনুয়ারি, ২০২১/এনডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: