বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ। এলক্ষ্যে শীঘ্রই বাংলাদেশ শেয়ারবাজারের রেগুলেটরদের সঙ্গে মতবিনিময় করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এসে এমনটি জানিয়েছে বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
এদিন বিকালে কমিশনের সঙ্গে সাক্ষাত করেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। এতে উভয় দেশের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, আজ বিকালে কমিশনের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সাক্ষাত করেছেন। সাক্ষাতে বাংলাদেশের শেয়ারবাজারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় শীঘ্রই লন্ডন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় হবে।
আরও পড়ুন……
অদাবিকৃত ৩ বছর মেয়াদি লভ্যাংশ হস্তান্তরে বিএসইসির নির্দেশনা জারি
বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২১/আরএ
One thought on “বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ”