ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর আইটি অ্যাডভাইজরি টিমকে ডেকেছে বিএসইসি

  • পোস্ট হয়েছে : ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : তথ্য প্রযুক্তি নিয়ে ভোগান্তিতে থাকা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামিকাল (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তাদের সঙ্গে বৈঠক করতে কমিশনে ডাকা হয়েছে।

বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে।

ওই সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে বিএসইসির এসআরএমআইসি বিভাগের নির্বাহি পরিচালক, পরিচালক ও উপ-পরিচালক উপস্থিত থাকবেন।

জানা গেছে, ডিএসইর আইটি বিভাগের পারফরমেন্সে বিএসইসি হতাশ। ডিএসইর আইটি এখন ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে না, তাহলে ভবিষ্যতে কি হবে-এ নিয়ে চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে। তাদের কোথায় সমস্যা এবং কি প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করা হবে।

সভায় ডিএসইর ২জন শেয়ারহোল্ডার পরিচালক, ১জন স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও এই বিভাগের ২ জন অফিসার, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)কে উপস্থিত হওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে ডিএসইর আইটির সমস্যা ফুটে উঠায় বিএসইসি তা সমাধানে সক্রিয় হয়ে উঠে। ডিএসইর আইটি দূর্বলতায় এরইমধ্যে কয়েক দফায় ভোগান্তিতে পড়তে হয়েছে বিনয়োগকারীদেরকে। যার কারন অনুসন্ধানে বিএসইসি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। যারা ডিএসইর সমস্যা কাটিয়ে তোলার জন্য কিছু পরামর্শ দিয়েছেন।

গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা। যে কারনে ২৩ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএসই। তবে ওয়েবসাইট এখন স্বাভাবিক কাজ করছে।

এছাড়া সম্প্রতি লেনদেন ২ হাজার কোটির উপরে উঠার দিনে ভোগান্তিতে পড়েছে বিনিয়োগকারীরা। বিশেষ করে মোবাইল অ্যাপসে বড় ভোগান্তি হয়েছে। যা সমাধানে ডিএসই এখন কাজ করছে। যে কারনে মোবাইল অ্যাপসে লেনদেনে সময়সূচীতে পরিবর্তনও এনেছে স্টক এক্সচেঞ্জটি।

আরও পড়ুন…….
বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ
অদাবিকৃত ৩ বছর মেয়াদি লভ্যাংশ হস্তান্তরে বিএসইসির নির্দেশনা জারি

বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিএসইর আইটি অ্যাডভাইজরি টিমকে ডেকেছে বিএসইসি

পোস্ট হয়েছে : ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : তথ্য প্রযুক্তি নিয়ে ভোগান্তিতে থাকা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামিকাল (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তাদের সঙ্গে বৈঠক করতে কমিশনে ডাকা হয়েছে।

বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে।

ওই সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে বিএসইসির এসআরএমআইসি বিভাগের নির্বাহি পরিচালক, পরিচালক ও উপ-পরিচালক উপস্থিত থাকবেন।

জানা গেছে, ডিএসইর আইটি বিভাগের পারফরমেন্সে বিএসইসি হতাশ। ডিএসইর আইটি এখন ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে না, তাহলে ভবিষ্যতে কি হবে-এ নিয়ে চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে। তাদের কোথায় সমস্যা এবং কি প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করা হবে।

সভায় ডিএসইর ২জন শেয়ারহোল্ডার পরিচালক, ১জন স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও এই বিভাগের ২ জন অফিসার, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)কে উপস্থিত হওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে ডিএসইর আইটির সমস্যা ফুটে উঠায় বিএসইসি তা সমাধানে সক্রিয় হয়ে উঠে। ডিএসইর আইটি দূর্বলতায় এরইমধ্যে কয়েক দফায় ভোগান্তিতে পড়তে হয়েছে বিনয়োগকারীদেরকে। যার কারন অনুসন্ধানে বিএসইসি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। যারা ডিএসইর সমস্যা কাটিয়ে তোলার জন্য কিছু পরামর্শ দিয়েছেন।

গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা। যে কারনে ২৩ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএসই। তবে ওয়েবসাইট এখন স্বাভাবিক কাজ করছে।

এছাড়া সম্প্রতি লেনদেন ২ হাজার কোটির উপরে উঠার দিনে ভোগান্তিতে পড়েছে বিনিয়োগকারীরা। বিশেষ করে মোবাইল অ্যাপসে বড় ভোগান্তি হয়েছে। যা সমাধানে ডিএসই এখন কাজ করছে। যে কারনে মোবাইল অ্যাপসে লেনদেনে সময়সূচীতে পরিবর্তনও এনেছে স্টক এক্সচেঞ্জটি।

আরও পড়ুন…….
বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ
অদাবিকৃত ৩ বছর মেয়াদি লভ্যাংশ হস্তান্তরে বিএসইসির নির্দেশনা জারি

বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: