ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উড়তে থাকা জুভেন্টাসকে মাটিতে নামাল ইন্টার মিলান

  • পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • 34

স্পোর্টস ডেস্ক : উড়তে থাকা জুভেন্টাসকে মাটিতে নামিয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠে তুরিনের বুড়িদের ২-০ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। ইন্টারের হয়ে গোল দুটি করেন যথাক্রমে সাবেক জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরো ভিদাল আর নিকোলো বারেল্লা।

রোববার রাতে ইন্টারের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে টানা ৪ ম্যাচে দাপুটে জয় পেয়েছিল জুভরা। তবে ঘরের মাঠে আন্দ্রে পিরলোর শিষ্যদের কোনো সুবিধায় করতে দেয়নি আন্তনিও কন্তের দল।

এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যায় ইন্টার। নিকোলা বেরেল্লার পাস থেকে ১২তম মিনিটে হেডে জুভদের জাল খুঁজে নেন আর্তুরো ভিদাল। গোল হজম করে সমতায় ফেরার জোর প্রচেষ্টা চালায় গত আসরের লিগ চ্যাম্পিয়নরা।

কিন্তু বিরতি থেকে ফিরে আবারও পিছিয়ে পড়ে জুভেন্টাস। আলেসান্দ্রো বাস্তোনির পাস থেকে এবার ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন বেরেল্লা। ম্যাচের বাকি সময় গোলের সুযোগ পেয়েও জুভদের সমতায় ফেরাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো-আলভারো মোরাতারা।

এই জয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ছুঁয়ে ফেলেছে ইন্টার। চলতি সিরি’আ লিগে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে কন্তের দল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/এসডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উড়তে থাকা জুভেন্টাসকে মাটিতে নামাল ইন্টার মিলান

পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : উড়তে থাকা জুভেন্টাসকে মাটিতে নামিয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠে তুরিনের বুড়িদের ২-০ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। ইন্টারের হয়ে গোল দুটি করেন যথাক্রমে সাবেক জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরো ভিদাল আর নিকোলো বারেল্লা।

রোববার রাতে ইন্টারের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে টানা ৪ ম্যাচে দাপুটে জয় পেয়েছিল জুভরা। তবে ঘরের মাঠে আন্দ্রে পিরলোর শিষ্যদের কোনো সুবিধায় করতে দেয়নি আন্তনিও কন্তের দল।

এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যায় ইন্টার। নিকোলা বেরেল্লার পাস থেকে ১২তম মিনিটে হেডে জুভদের জাল খুঁজে নেন আর্তুরো ভিদাল। গোল হজম করে সমতায় ফেরার জোর প্রচেষ্টা চালায় গত আসরের লিগ চ্যাম্পিয়নরা।

কিন্তু বিরতি থেকে ফিরে আবারও পিছিয়ে পড়ে জুভেন্টাস। আলেসান্দ্রো বাস্তোনির পাস থেকে এবার ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন বেরেল্লা। ম্যাচের বাকি সময় গোলের সুযোগ পেয়েও জুভদের সমতায় ফেরাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো-আলভারো মোরাতারা।

এই জয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ছুঁয়ে ফেলেছে ইন্টার। চলতি সিরি’আ লিগে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে কন্তের দল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/এসডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: