স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে ৭৫০’র বেশি ম্যাচ খেলার পর এই প্রথমবার লাল কার্ড দেখতে হল লিওনেল মেসিকে। রবিবার সুপার কাপ ফাইনাল শেষের কয়েক মুহূর্ত আগে হিংসাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখলেন মেসি।
শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারে এবারসহ মোট ৩ বার মেসিকে লাল কার্ড দেখাতে পেরেছেন ম্যাচ রেফারি।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে তখন গোল শোধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। এমন সময়ে বল পাস করার পর মেসির গতিপথ আটকান বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিব্রে। মরিয়া মেসি তৎক্ষণাৎ উগ্র আচরণ করে বসেন।
প্রথমে রেফারি গিল মানজানো প্রথমে ঘটনাটা খেয়াল করেননি। কিন্তু ভিডিও রিভিউ দেখে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। ৭৫৩ ম্যাচ পর প্রথম বার্সেলোনার হয়ে লাল কার্ড দেখলেন মেসি।
বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/এসডি/এ