বিজনেস আওয়ার প্রতিবেদক : লেনদেন শুরু হওয়ার পরে টানা দর বৃদ্ধি পাওয়া রবি আজিয়াটার শেয়ার দর গতকাল (১৭ জানুয়ারি) পতন হয়। তবে আজ (১৮ জানুয়ারি) শেয়ারটিতে ক্রেতা শূন্য হওয়ার মতো ঘটনা ঘটেছে।
দূর্বল ব্যবসা নিয়েও মোবাইল অপারেটর ও বহুজাতিক কোম্পানি হিসেবে লেনদেনের প্রথমদিন থেকে টানা দর বৃদ্ধি পাচ্ছিল রবি আজিয়াটার শেয়ার। এর মাধ্যমে ১০ টাকার শেয়ারটি ১৪ জানুয়ারি বেড়ে হয় ৭০.১০ টাকা। অর্থাৎ ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছিল ৬০.১০ টাকা বা ৬০১ শতাংশ।
তবে রবির ওই উত্থানে গতকাল ছেদ পড়ে। ওইদিন রবি আজিয়াটার শেয়ার দর কমে ৫.৬০ টাকা বা ৭.৯৯ শতাংশ। এর মাধ্যমে আগের দিনের ৭০.১০ টাকার শেয়ারটি ৬৪.৫০ টাকায় নেমে এসেছে।
যে শেয়ারটি আজ দুপুর সাড়ে ১২টার দিকে আরও কমে ৫৮.১০ টাকায় নেমে আসে। এসময় শেয়ারটি ক্রেতা শূন্য হয়ে পড়ে।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: