বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ৩ গ্রাহকের ঋণের বিষয়ে ভুল তথ্য দেওয়ায় এই জরিমানা করা হয়েছে। তবে জরিমানা মওকুফ চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করেনি কেন্দ্রীয় ব্যাংক।
জানা যায়, উত্তরা ফাইন্যান্স ৩ গ্রাহকের ঋণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) সঠিক তথ্য জমা দেয়নি। এর ফলে ওই ৩ গ্রাহক ঋণ দিয়ে ক্ষতির মুখে পড়ে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অভিযোগের মুখে জরিমানার মুখে পড়ে উত্তরা ফাইন্যান্স।
তথ্যমতে, এমআরআই ট্রেডার্স, সাদ মুসা ফেব্রিকস ও প্রীতি সোয়েটার্স এর ঋণের বিষয়ে সঠিক তথ্য দেয়নি উত্তরা ফাইন্যান্স।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩১ কোটি ৪৮ লাখ টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৪৪.৪৪ শতাংশ। বাকি ৫৫.৫৬ শতাংশ মালিকানা শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের।
রবিবার (১৭ জানুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ৪৩.৬০ টাকায়।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ
One thought on “উত্তরা ফাইন্যান্সকে ৫ লাখ টাকা জরিমানা”