ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফান্ডামেন্টাল জিপির দর বাড়লেও রবির কমেছে

  • পোস্ট হয়েছে : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • 71

বিজনেস আওয়ার প্রতিবেদক : বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করা গ্রামীণফোনের (জিপি) সঙ্গে অনেক বিনিয়োগকারী লোকসান কাটাতে লড়াই করা রবি আজিয়াটার তুলনা করে বিনিয়োগ করেছে। আর এই আকাশকুসুম চিন্তাভাবনা থেকে রবির ১০ টাকার শেয়ারটি টানা উত্থানের মাধ্যমে ৭০ টাকায় তোলা হয়। কিন্তু এখন ক্রেতা সংকটে ভূগছে শেয়ারটি। অথচ ফান্ডামেন্টাল (মৌলভিত্তি) জিপির শেয়ার দর বাড়ছে।

দূর্বল ব্যবসা নিয়েও মোবাইল অপারেটর কোম্পানি হিসেবে জিপির সঙ্গে তুলনা করে লেনদেনের প্রথমদিন থেকে টানা দর বৃদ্ধি পাচ্ছিল রবি আজিয়াটার শেয়ার। লভ্যাংশ দিতে পারবে কিনা, এ নিয়ে সন্দেহ থাকা কোম্পানিটির ১০ টাকার শেয়ার ১৪ জানুয়ারি বেড়ে হয় ৭০.১০ টাকা। অর্থাৎ ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছিল ৬০.১০ টাকা বা ৬০১ শতাংশ।

তবে রবির ওই উত্থানে গতকাল ছেদ পড়ে। ওইদিন রবি আজিয়াটার শেয়ার দর কমে ৫.৬০ টাকা বা ৭.৯৯ শতাংশ। এর মাধ্যমে আগের দিনের ৭০.১০ টাকার শেয়ারটি ৬৪.৫০ টাকায় নেমে আসে।

যে শেয়ারটি সোমবার আরও কমে ৫৮.৫০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ শেয়ারটির দর কমেছে ৬ টাকা বা ৯.৩০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি শীর্ষ লুজার তালিকায় উঠে এসেছে।

এদিন কোম্পানিটির শেয়ারে ক্রেতা শূন্য হয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া দিনের শেষ ভাগে ছিল ক্রেতা সংকট।

একইদিনে অপর মোবাইল অপারেটর ও ফান্ডামেন্টাল কোম্পানি জিপির শেয়ার দর বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বেড়ে ৩৮৪.১০ টাকায় দাড়িঁয়েছে।

গ্রামীণফোনের আগে প্রতিষ্ঠিত হয়েও দূর্বল ব্যবসার কারনে রবি আজিয়াটা শুধুমাত্র অভিহিত মূল্য ১০ টাকায় শেয়ার ইস্যু করতে বাধ্য হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ নিজেরাই ১০ টাকা পাওয়ার যোগ্য মনে করলেও বিনিয়োগকারীরা সেটাকে ৭০ টাকার উপরে নিয়ে যায়। অথচ ১১ বছর আগে গ্রামীণফোন ৬০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৭০ টাকা করে ইস্যু করার সক্ষমতা অর্জন করেছিল।

এরপরেও অনেকে গ্রামীনফোনের মত শক্ত ভিত্তির কোম্পানির সঙ্গে তুলনা করে রবি আজিয়াটার মতো দূর্বল কোম্পানির। গ্রামীণফোনের যেখানে ৯ মাসে ইপিএস ১৯.৮৯ টাকা, সেখানে রবির মাত্র ২৫ পয়সা। এছাড়া গ্রামীণফোন নিয়মিত ১০০ শতাংশের উপরে নগদ লভ্যাংশ দিলেও রবির ১০ শতাংশ দেওয়ার সক্ষমতা নেই।

উল্লেখ্য, রবি আজিয়াটা ১৯৯৫ সালের ২২ অক্টোবর গঠিত হয় এবং একইদিনে ব্যবসা শুরু করে। আর গ্রামীণফোন গঠিত হয় ১৯৯৬ সালের ১০ অক্টোবর। এই ১ বছর পরে গঠিত হয়েও গ্রামীণফোন এখন বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করে। আর রবি আজিয়াটা এখনো লোকসান থেকে মুনাফা করতে লড়াই করে যাচ্ছে। অথচ গ্রামীণফোনের থেকে রবির কয়েকগুণ বেশি পরিশোধিত মূলধন রয়েছে।

বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফান্ডামেন্টাল জিপির দর বাড়লেও রবির কমেছে

পোস্ট হয়েছে : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করা গ্রামীণফোনের (জিপি) সঙ্গে অনেক বিনিয়োগকারী লোকসান কাটাতে লড়াই করা রবি আজিয়াটার তুলনা করে বিনিয়োগ করেছে। আর এই আকাশকুসুম চিন্তাভাবনা থেকে রবির ১০ টাকার শেয়ারটি টানা উত্থানের মাধ্যমে ৭০ টাকায় তোলা হয়। কিন্তু এখন ক্রেতা সংকটে ভূগছে শেয়ারটি। অথচ ফান্ডামেন্টাল (মৌলভিত্তি) জিপির শেয়ার দর বাড়ছে।

দূর্বল ব্যবসা নিয়েও মোবাইল অপারেটর কোম্পানি হিসেবে জিপির সঙ্গে তুলনা করে লেনদেনের প্রথমদিন থেকে টানা দর বৃদ্ধি পাচ্ছিল রবি আজিয়াটার শেয়ার। লভ্যাংশ দিতে পারবে কিনা, এ নিয়ে সন্দেহ থাকা কোম্পানিটির ১০ টাকার শেয়ার ১৪ জানুয়ারি বেড়ে হয় ৭০.১০ টাকা। অর্থাৎ ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছিল ৬০.১০ টাকা বা ৬০১ শতাংশ।

তবে রবির ওই উত্থানে গতকাল ছেদ পড়ে। ওইদিন রবি আজিয়াটার শেয়ার দর কমে ৫.৬০ টাকা বা ৭.৯৯ শতাংশ। এর মাধ্যমে আগের দিনের ৭০.১০ টাকার শেয়ারটি ৬৪.৫০ টাকায় নেমে আসে।

যে শেয়ারটি সোমবার আরও কমে ৫৮.৫০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ শেয়ারটির দর কমেছে ৬ টাকা বা ৯.৩০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি শীর্ষ লুজার তালিকায় উঠে এসেছে।

এদিন কোম্পানিটির শেয়ারে ক্রেতা শূন্য হয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া দিনের শেষ ভাগে ছিল ক্রেতা সংকট।

একইদিনে অপর মোবাইল অপারেটর ও ফান্ডামেন্টাল কোম্পানি জিপির শেয়ার দর বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বেড়ে ৩৮৪.১০ টাকায় দাড়িঁয়েছে।

গ্রামীণফোনের আগে প্রতিষ্ঠিত হয়েও দূর্বল ব্যবসার কারনে রবি আজিয়াটা শুধুমাত্র অভিহিত মূল্য ১০ টাকায় শেয়ার ইস্যু করতে বাধ্য হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ নিজেরাই ১০ টাকা পাওয়ার যোগ্য মনে করলেও বিনিয়োগকারীরা সেটাকে ৭০ টাকার উপরে নিয়ে যায়। অথচ ১১ বছর আগে গ্রামীণফোন ৬০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৭০ টাকা করে ইস্যু করার সক্ষমতা অর্জন করেছিল।

এরপরেও অনেকে গ্রামীনফোনের মত শক্ত ভিত্তির কোম্পানির সঙ্গে তুলনা করে রবি আজিয়াটার মতো দূর্বল কোম্পানির। গ্রামীণফোনের যেখানে ৯ মাসে ইপিএস ১৯.৮৯ টাকা, সেখানে রবির মাত্র ২৫ পয়সা। এছাড়া গ্রামীণফোন নিয়মিত ১০০ শতাংশের উপরে নগদ লভ্যাংশ দিলেও রবির ১০ শতাংশ দেওয়ার সক্ষমতা নেই।

উল্লেখ্য, রবি আজিয়াটা ১৯৯৫ সালের ২২ অক্টোবর গঠিত হয় এবং একইদিনে ব্যবসা শুরু করে। আর গ্রামীণফোন গঠিত হয় ১৯৯৬ সালের ১০ অক্টোবর। এই ১ বছর পরে গঠিত হয়েও গ্রামীণফোন এখন বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করে। আর রবি আজিয়াটা এখনো লোকসান থেকে মুনাফা করতে লড়াই করে যাচ্ছে। অথচ গ্রামীণফোনের থেকে রবির কয়েকগুণ বেশি পরিশোধিত মূলধন রয়েছে।

বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: