বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ মুক্তির পরই দর্শকদের মন জয় করে নিয়েছে। যারাই ‘জানোয়ার’ দেখছেন, তারাই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পজেটিভ রিভিউ দিয়েছেন। ব্যক্তিগত ভালোলাগা থেকে স্ট্যাটাস দিয়ে ‘জানোয়ার’ দেখার আহ্বান জানাচ্ছেন অনেকেই। এমন ওয়েব ফিল্ম পেয়ে বছরটিকে শোবিজ পাড়ার জন্য ইতিবাচক মনে করছেন দর্শকরা।
সিনেমাটি নির্মিত হয়েছে গাজীপুরে ঘটে যাওয়া এক ডাকাতি ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ শামীম, আর এ রাহুল, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, আরিয়া অরিত্র ও মাহফুজুর রহমান। প্রত্যেকের অভিনয়ই দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস।
এদিকে ‘জানোয়ার’ ভয়ংকর সাড়ায় উচ্ছ্বসিত এর নির্মাতা রায়হান রাফি। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দর্শকরা দেখিয়ে দিলেন কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, শুধু কনটেন্টেরর জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ ফিল্মের জন্য আপনাদের ভাললাগা, পাগলামি, উল্লাস আবারো সেটাই প্রমাণ করলো। ভাল কনটেন্ট হলে এর ফলও ভালই হবে।
বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/ইডি/এ