ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সেই নারীর বিরুদ্ধে তৌসিফের পাল্টা জিডি

  • পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • 29

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে জিডি করেছিলেন শামসুন্নাহার কনা নামের এক নারী। এবার সেই নারীর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় পাল্টা জিডি করেছেন তৌসিফ।

তৌসিফ মাহবুব জিডিতে উল্লেখ করেছেন, শামসুন্নাহার কনা (৩৬) নামের জনৈক গৃহিণী ১৬ জানুয়ারি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন যে আমার ফেসবুক আইডির মাধ্যমে আমার সঙ্গে পরিচিত হয়ে আমাকে ব্যাংকে অর্থ প্রদান করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার মানসম্মান ক্ষুণ্ন করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উক্ত জিডিটি করেন।

শামসুন্নাহার কনা তার জিডিতে উল্লেখ করেন, তৌসিফের সঙ্গে ১৮ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। পরিচিত হওয়ার পর গত ছয় মাস আগে একটি নম্বরে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেন তৌসিফ। এরপরও তিনি শাহরিয়ার হোসেনের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। প্রায় ৫ লাখ টাকা নেওয়ার পর তৌসিফ ওই গৃহিণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।

এদিকে তৌসিফের জিডির বিষয়ে শামসুন্নাহার কনা বলেন, আমার কাছে কল রেকর্ডসহ সব ধরনের তথ্যপ্রমাণ আছে। এর বেশি আর কিছু বলার নেই। আর যেহেতু জিডি করেছি সেহেতু আর কিছু বলতে চাই না।

বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/ইডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সেই নারীর বিরুদ্ধে তৌসিফের পাল্টা জিডি

পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে জিডি করেছিলেন শামসুন্নাহার কনা নামের এক নারী। এবার সেই নারীর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় পাল্টা জিডি করেছেন তৌসিফ।

তৌসিফ মাহবুব জিডিতে উল্লেখ করেছেন, শামসুন্নাহার কনা (৩৬) নামের জনৈক গৃহিণী ১৬ জানুয়ারি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন যে আমার ফেসবুক আইডির মাধ্যমে আমার সঙ্গে পরিচিত হয়ে আমাকে ব্যাংকে অর্থ প্রদান করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার মানসম্মান ক্ষুণ্ন করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উক্ত জিডিটি করেন।

শামসুন্নাহার কনা তার জিডিতে উল্লেখ করেন, তৌসিফের সঙ্গে ১৮ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। পরিচিত হওয়ার পর গত ছয় মাস আগে একটি নম্বরে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেন তৌসিফ। এরপরও তিনি শাহরিয়ার হোসেনের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। প্রায় ৫ লাখ টাকা নেওয়ার পর তৌসিফ ওই গৃহিণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।

এদিকে তৌসিফের জিডির বিষয়ে শামসুন্নাহার কনা বলেন, আমার কাছে কল রেকর্ডসহ সব ধরনের তথ্যপ্রমাণ আছে। এর বেশি আর কিছু বলার নেই। আর যেহেতু জিডি করেছি সেহেতু আর কিছু বলতে চাই না।

বিজনেস আওয়ার/১৮ জনুয়ারি, ২০২১/ইডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: