1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
এনার্জিপ্যাকে বিক্রেতা নেই
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

এনার্জিপ্যাকে বিক্রেতা নেই

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : যথারীতি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডেও লেনদেনের প্রথম দিন শেয়ারে বিক্রেতা নেই। আজ (১৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারে সর্বোচ্চ ৫০ শতাংশ দর বৃদ্ধিতেও কেউ বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে না।

জানা গেছে, আজ ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হওয়া এনার্জিপ্যাক পাওয়ারের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছেঃ “EPGL” এবং কোম্পানি কোড হচ্ছে ১৫৩২২।

৩১ টাকা দরে লেনদেনে আসা এনার্জিপ্যাকের আজ ১ হাওলায় মাত্র ৫টি শেয়ার সর্বোচ্চ ৪৬.৫০ টাকায় লেনদেন হয়েছে। তবে এই দরে কোম্পানিটির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও কোন বিক্রেতা নেই। যে কারনে শেয়ারটিতে লেনদেন হচ্ছে না।

রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৪৬.৫০ টাকা করে ৩.৮৪ কোটি শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগকারীরা।

কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করে। কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু মাধ্যমে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা উত্তোলন করে।

আরও পড়ুন……
এনার্জিপ্যাকের প্রথম প্রান্তিকে ইপিএস ৪৪ পয়সা

উল্লেখ্য, এনার্জিপ্যাকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯০.১৬ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৫৪.১৩ শতাংশ। বাকি ৪৫.৮৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের।

বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ