আন্তর্জাতিক ডেস্ক : নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার (১৮ জানুয়ারি) তিনি পদত্যাগ করেছেন। খবর- আল-জাজিরার।
আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কমলা হ্যারিসও শপথ নেবেন। আর এ জন্য বর্তমান সিনেটের পদ ছাড়লেন তিনি।
ক্যালিফোর্নিয়া বাসীদের কাছে লেখা এক খোলা চিঠিতে কমলা হ্যারিস লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা আমার কাছে সম্মানের বিষয় ছিল। আর সিনেট থেকে পদত্যাগ করা মানে বিদায় নয়।
স্যান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকায় প্রকাশিত একটি ওপ-এডে হ্যারিস বলেছেন, আজ আমি সিনেট থেকে পদত্যাগ করার সাথে সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কমলা। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময় হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হয়েছিলেন।
বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২১/এ