স্পোর্টশ ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের ফুটবলারকে অবৈধভাবে বাধা দেওয়ার ফলে লালকার্ড দেখেন লিওনেল মেসি। সেই ঘটনার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই বার্সেলোনা তারকাকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঠে আগ্রাসী আচারণের জন্য চার থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারতেন মেসি। কিন্তু ম্যাচ রিপোর্টে এটাকে ‘খেলার সময় সহিংসতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যার শাস্তি দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
উল্লেখ্য, বার্সেলোনার হয়ে ৭৫৩তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড পেলেন মেসি। আর আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অভিষেক ম্যাচসহ মোট দুইবার লাল কার্ড দেখেছেন ফুটবলের এই সুপারস্টার।
বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: