স্পোর্টস ডেস্ক : ফুলহামকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ফুলহামের ঘরের মাঠে তাদেরকেই হারিয়েছে রেড ডেভিলরা। দলের হয়ে গোল দুটি করেছেন পল পগবা ও এডিনসন কাভানি।
অবশ্য ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় ম্যানইউ। খেলার মাত্র ৫মিনিটের মাথায় অফসাইডের ফাঁদ ভেঙে দূরের পোস্ট দিয়ে দারুণ এক গোল করে ফুলহামকে ১-০ তে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান।
তবে সমতায় ফিরতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যান ইউকে। ২১ মিনিটেই দলকে সমতায় ফেরান উরুগুয়ান তারকা এডিনসন কাভানি। গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করতে ভোলেননি কাভানি।
প্রথমার্ধে আর গোল হয়নি। দাপুটে খেলতে থাকা ইউনাইডেট দ্বিতীয় গোলটা পেয়েছে ম্যাচের ৬৫ মিনিটে। ডি-বক্সের বাইরে জায়গা বানিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন পগবা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ইউনাইটেড।
এই জয়ে ১৯ ম্যাচে শীর্ষে থাকা ইউনাইটেডের পয়েন্ট হলো ৪০। এখন পর্যন্ত ১২ ম্যাচ জয়ের বিপরীতে ৩টিতে হার, ৪টিতে ড্র করেছে দলটি। টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৮।
বিজনেস আওয়ার/২১ জানুয়ারি, ২০২১/এ