বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেডের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কোম্পানিটির কারখানায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১টার দিতে আগুনের সূত্রপাত হয় এবং তা খুব দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পরে।
আগুনে কারখানাটির ব্লো রুম, কাডিং, ড্রইং, সিমপ্রেকত্স অটো কোন, জেনারেটর, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং, শেড এবং গুদামের ব্যাপক ক্ষতি হয়। প্রায় চার ঘণ্টা ফায়ার সার্ভিসের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
আগুনে কারখানাটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে।
বিজনেস আওয়ার/২১ জানুয়ারি, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: