1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
দোস্ত এইড ও শিকড়'র উদ্যোগে টিউবওয়েল বিতরণ শুরু
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

দোস্ত এইড ও শিকড়’র উদ্যোগে টিউবওয়েল বিতরণ শুরু

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : দোস্ত এইডের উদ্যোগে এবং শিকড় সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় দুস্থ পরিবারের মাঝে এক হাজার টিউবওয়েল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ টিউবওয়েল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

জানা গেছে, উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের ১২টি দুস্থ অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো। দোস্ত এইডের উদ্যোগে মোট ১ হাজার টিউবওয়েল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করবে সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থা।

এক হাজার টিউবওয়েল বিতরণ কার্যক্রমের প্রথম দিনে মোঃ সেলিম রেজা, মোঃ কামরুজ্জামান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান, মোঃ সামছুল হক, মোঃ আনছার আলী, মোঃ আতিয়ার রহমান, মোঃ ওলিয়ার রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহিন রেজা, মোছাঃ জাহানারা খাতুন ও শ্রী সাধনকে টিউবওয়েল প্রদান কর হয়।

সাংবাদিক মিঠুন মাহমুদের সভাপতিত্বে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন, জীবননগর ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলামসহ সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।

বিজনেস আওয়ার/২১ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ