1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ফিল্ডিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ আর সমতা আনতে দ্বিতীয় ওয়ান্ডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

ম্যাচ জিতলেই সিরিজ পকেটে, এই লক্ষ্য নিয়েই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সিরিজে ফিরে আসা।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১২২ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪ উইকেট নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাকিব। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদের ঝুলিতে যায় ৩ উইকেট। পরে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। চট্টগ্রামে ২৫ জানুয়ারির তৃতীয় ওয়ানডেটা তখন হয়ে পড়বে শুধুই আনুষ্ঠানিকতা। ওয়েস্ট ইন্ডিজ স্বাভাবিকভাবেই কোনো আনুষ্ঠানিকতার ওয়ানডে খেলতে চাইবে না! চাইবে, যেকোনো মূল্যে আজকের ম্যাচটা জিতে সিরিজে সমতা ফেরাতে।

বাংলাদেশ প্রথম ম্যাচের দল নিয়েই আজ মাঠে নেমেছে। ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন একটি। চেমার হোল্ডারের জায়গায় আজ খেলছেন কিয়োরস ওটলি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরজার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনীল আমব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ, কাইল মেয়ার্স, এনক্রুমা বোনার, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজারি জোসেফ, আকিল হোসেন, কিয়োরন ওটলি।

বিজনেস আওয়ার/২২ জানুয়ারি, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ