1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
মাশরাফিকে ছাড়ালেন মুশফিক!
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

মাশরাফিকে ছাড়ালেন মুশফিক!

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
print sharing button

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে আগেই সবাইকে ছাড়িয়ে গেছেনবাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এবার ওয়ানডেতেও ছাড়িয়ে গেলেন সবাইকে। দেশের জার্সি গায়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি এখন মুশফিকুর রহীমের।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান মুশফিক। গতকাল ড্রেসিংরুমে কেক কেটে মুশফিকের এ অর্জনটার উদযাপন করেন সতীর্থরা। পরে ফেসবুকে এর ছবি পোস্ট করেন মুশফিক।

২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হলেও ওয়ানডে অভিষেক হয় তার এক বছরেরও খানিকটা সময় পরে। ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন দেশের হয়ে নিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের ২১৯তম ওডিআই। সে ম্যাচেই দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটা নিজের করে নেন তিনি।

২০০১ সালে অভিষিক্ত হওয়ার পর বাংলাদেশের জার্সিতে মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২১৮টি ম্যাচ। তবে ২০০৭ সালের জুনে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে মাশরাফি এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলেন। সে দুটি ম্যাচও আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃত।

সে হিসেবে ক্যারিয়ারে মুশফিক-মাশরাফি দুজনই ২২০টি করে ওডিআই খেলেছেন। দেশের হয়ে খেলার বিবেচনাতেই গত ম্যাচে মাশরাফিকে ছাড়িয়ে গেছেন মুশফিক।

বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ২০৯, সাকিব আল হাসান ২০৮, মাহমুদুল্লাহ ১৯০, মোহাম্মদ আশরাফুল ১৭৫, আবদুর রাজ্জাক ১৫৩, খালেদ মাসুদ ১২৬, মোহাম্মদ রফিক ১২৩ ও হাবিবুল বাশার ১১১টি ওডিআই খেলেছেন।

বিজনেস আওয়ার/২৩ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ