বিজনেস আওয়ার ডেস্ক : শুধুমাত্র অযত্ন আর অবহেলার কারণেই যে চুল পড়ে যায় বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। আপনার নিজের কিছু ছোট ছোট ভুলের কারণেও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আপনার চুল ।
চলুন জেনে নিন কী কারনে নষ্ট হতে পারে আপনার চুল
প্রতিদিন চুলে শ্যাম্পু না লাগানো
প্রতিদিন চুলে শ্যাম্পু লাগানো একেবারেই অনুচিত। প্রতিদিন শ্যাম্পু লাগালে চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল প্রাণ হারিয়ে ভেঙে যেতে শুরু করে।
অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার
চুলের যত্নে কন্ডিশনার ব্যাবহার খুবই জরুরী। তবে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। শ্যাম্পুর মতো আগা থেকে গোড়া পর্যন্ত কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। এটি ব্যবহার করুন চুলের আগার অংশে।
গরম পানি ব্যবহার
ভুল করেও চুলে গরম পানি ব্যবহার করবেন না। এতে চুল দ্রুত প্রাকৃতিক তেল ও কেরাটিন বের করে দেয়। ফলে ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে পড়েবে আপনার চুল।
ভেজা চুল বাঁধা
ভেজা চুল বাঁধা তো দুরের কথা আঁচড়ানোও উচিত নয়। মোটা খিলের চিরুনি দিয়ে হালকা করে আঁচড়ে ছেড়ে রাখুন চুল। প্রাকৃতিক বাতাসে শুকানোর পর তারপর বেঁধে নিন ইচ্ছেমতো। তথ্য: টাইমস অব ইন্ডিয়া
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২০/এ