স্পোর্টস ডেস্ক : এফএ কাপে আত্মঘাতী গোলে কপাল পুড়ল আর্সেনালের। শনিবার রাতে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষের মাঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলের আত্মঘাতী এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ম্যাচের প্রথম পাঁচ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল সাউদাম্পটন। কিন্তু গোলভাগ্য সহায় হয়নি। তবে আর্সেনালের রক্ষণে চাপ বাড়াতেই থাকে। ২৪ মিনিটের মাথায় সাউদাম্পটনের কাইল ওয়াকার-পিটার্সের নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলে ডাইভ দিয়ে বাঁচাতে চেয়েছিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। সেটি তার পায়ে লেগেই জড়িয়ে যায় জালে।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে লড়েছে আর্সেনাল। তবে রব হোল্ডিং, থমাস পার্টে, বুকায়ো সাকারা ভুরি ভুরি সুযোগ পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেননি। ফলে ১-০ গোলে হারে এফএ কাপে এবারের যাত্রা থেমেছে বর্তমান চ্যাম্পিয়নদের। আর্সেনালের বিপক্ষে এই জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে নাম লিখিয়েছে সাউদাম্পটন।
বিজনেস আওয়ার/২৪ জানুয়ারি, ২০২১/এ