বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (২৪ জানুয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ২০২টির বা ৫৬.২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা পেট্রোলিয়ামের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০৫.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৮.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬.৬০ টাকা বা ৯.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা পেট্রোলিয়াম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৬.৮৬ শতাংশ, রবি আজিয়াটার ৬.৬৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৫৫ শতাংশ, বিআইএফসির ৬.৩৮ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৫.৯১ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৭৪ শতাংশ, বে লিজিংয়ের ৫.৬২ শতাংশ, আমান কটনের ৫.৫৯ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৫.৪৯ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৪ জানুয়ারি, ২০২১/এস