1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
জয়ে ফিরল জুভেন্টাস
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

জয়ে ফিরল জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
print sharing button

স্পোর্টস ডেস্ক : টানা নয়বারের সিরি আ’র চ্যাম্পিয়নরা এবারের মৌসুমে শিরোপা ধরে রাখতে পারবে কি না তাই নিয়েই দেখা দিয়েছে সংশয়। তবে সর্বশেষ বোলোনিয়াকে হারিয়ে আশার পারদ কিছুটা চড়িয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে রোববার ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। আর্থার মেলোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি।

বোলোনিয়াকে হারানোর আগে ইন্টার মিলানের মাঠে হেরে এসেছে জুভেন্টাস। এর আগে অবশ্য টানা তিন জয় পেয়েছিল দলটি। মৌসুমের শুরুতেও অধারাবাহিকতার নজির স্থাপন করেছিল তুরিনের দলটি। প্রথম ১২ ম্যাচে ছয় ড্র ভাগ্য বরণ করতে হয়েছিল।

রোববার অবশ্য সৌভাগ্যের ছোঁয়াও পেয়েছে জুভেন্টাস। পঞ্চদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আর্থারের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

এরপর ক্রিস্টিয়ানো রোনালদোর শট পাঞ্চ করে ফেরান সফরকারী দলের গোলরক্ষক লুকাস শোরুপস্কি। ফিরতি শট নিয়েছিলেন ফেদেরিকো বের্নারদেস্কি। সেই শট পা দিয়ে ফেরান পোলিশ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করার হাত থেকে বাঁচে জুভেন্টাস। প্রতিপক্ষের ক্রস হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়াতে বসেছিলেন হুয়ান কুয়াদ্রাদো। কিন্তু দারুণ নৈপুণ্যে সে যাত্রায় রক্ষা করেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

৭১তম মিনিটে ম্যাককেনির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। কুয়াদ্রাদোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মার্কিন মিডিফিল্ডার ম্যাককেনি। ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে উঠেছে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ