বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : ঘন কুয়াশা আর কয়েক দফা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে পরিবহন। এতে মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে।
রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল একাধিকার টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় জুড়ে এই অবস্থার সৃষ্টি হয়।
পরিবহন চালকরা জানান, প্রায় প্রতিদিনই বঙ্গবন্ধু সেতু পাড় হতে যানজটের কবলে পড়তে হচ্ছে। কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয় এতে আরো ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। কুয়াশা কাটাতে সেতুর উপর ফ্লাট লাইটের ব্যবস্থা থাকলে পরিবহন চলাচল বন্ধ হত না।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনারোধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় চারবার টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা ভাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, রবিবার রাত ১০টার পর থেকেই কুয়াশা বেড়ে যায়। রাত সাড়ে ১১টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। পরে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়।
বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি, ২০২১/টিএ/এ