ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফর্সা হতে মুখে পাউডার দিতেন প্রিয়াংকা!

  • পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • 75

বিনোদন ডেস্ক : নিজের গায়ের তামাটে শ্যামলা রং পছন্দ করতেন না বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছোটবেলায় ফর্সা হওয়ার জন্য মুখে ক্রিম আর ট্যালকম পাউডার মেখে থাকতেন। অনেক পরে নিজের রঙকে ভালোবাসতে শিখেছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াংকা জাবান, ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করা তার জীবনের খারাপ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। তবে এটাও ঠিক, যে সমাজে তিনি বেড়ে উঠেছেন, সেখানে ফর্সা হতে চাওয়া মোটেই দোষের কিছু নয়। বরং বেশ স্বাভাবিক নজরেই দেখা হয় বিষয়টিকে।

সম্পূর্ণ দক্ষিণ এশিয়াতেই রঙকে এমন কদর করা হয়, যে যে কেউ ফর্সা হতে চাইবে।
সেখানে দাঁড়িয়ে একজন অভিনেত্রী যদি এই ধরনের ক্রিমের বিজ্ঞাপন করেন তাতে অবাক হওয়ার কিছু নেই। ফর্সা হওয়ার ক্রিমের ব্যবসা এইসব দেশে এতটাই বড়, যে এমন প্রস্তাব পেলে অনেকেই লুফে নেবে।

তবে প্রিয়াংকা বলেন, তিনি নিজে লজ্জিত যে তিনিও স্রোতে গা ভাসিয়েছেন। সামাজিক যে মনোভাবে তিনি বেড়ে উঠেছেন, তাতে একটা সময় তিনি সত্যিই ভাবতেন তারও ফর্সা হওয়া জরুরি। বিষয়টার সঙ্গে কতটা বৈষম্য জড়িয়ে আছে সেটা অনেক পরে বুঝতে পেরেছেন প্রিয়াংকা চোপড়া।

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফর্সা হতে মুখে পাউডার দিতেন প্রিয়াংকা!

পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : নিজের গায়ের তামাটে শ্যামলা রং পছন্দ করতেন না বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছোটবেলায় ফর্সা হওয়ার জন্য মুখে ক্রিম আর ট্যালকম পাউডার মেখে থাকতেন। অনেক পরে নিজের রঙকে ভালোবাসতে শিখেছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াংকা জাবান, ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করা তার জীবনের খারাপ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। তবে এটাও ঠিক, যে সমাজে তিনি বেড়ে উঠেছেন, সেখানে ফর্সা হতে চাওয়া মোটেই দোষের কিছু নয়। বরং বেশ স্বাভাবিক নজরেই দেখা হয় বিষয়টিকে।

সম্পূর্ণ দক্ষিণ এশিয়াতেই রঙকে এমন কদর করা হয়, যে যে কেউ ফর্সা হতে চাইবে।
সেখানে দাঁড়িয়ে একজন অভিনেত্রী যদি এই ধরনের ক্রিমের বিজ্ঞাপন করেন তাতে অবাক হওয়ার কিছু নেই। ফর্সা হওয়ার ক্রিমের ব্যবসা এইসব দেশে এতটাই বড়, যে এমন প্রস্তাব পেলে অনেকেই লুফে নেবে।

তবে প্রিয়াংকা বলেন, তিনি নিজে লজ্জিত যে তিনিও স্রোতে গা ভাসিয়েছেন। সামাজিক যে মনোভাবে তিনি বেড়ে উঠেছেন, তাতে একটা সময় তিনি সত্যিই ভাবতেন তারও ফর্সা হওয়া জরুরি। বিষয়টার সঙ্গে কতটা বৈষম্য জড়িয়ে আছে সেটা অনেক পরে বুঝতে পেরেছেন প্রিয়াংকা চোপড়া।

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: