বিজনেস আওয়ার প্রতিবেদক : লেনদেন শুরু হওয়ার পরে রবি আজিয়াটার উদ্যোক্তা/পরিচালকেরা শেয়ার কিনে নাই। তারপরেও কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারন বেড়েছে। এর পেছনে কারন হিসেবে রয়েছে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার প্রাপ্তি। যেটাকে উদ্যোক্তা/পরিচালকদের মধ্যে দেখানো হচ্ছে।
রবি আইপিওতে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করেছে। এরমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি ইস্যু করা হয়েছে। এর একটি অংশ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিনও পেয়েছেন। যে শেয়ারগুলোকে এখন উদ্যোক্তা/পরিচালকদের কোটায় দেখানোর ফলে তাদের শেয়ার ধারন ৯০% থেকে বেড়ে ৯০.০৫% হয়েছে।
আরও পড়ুন……
রিং সাইনের উৎপাদন চালুতে পর্ষদ পূণ:গঠন করল বিএসইসি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক উর্ধ্বতন কর্মকর্তা বিজনেস আওয়ারকে বলেন, রবির আইপিওতে ইস্যুকৃত শেয়ারের একটি অংশ কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বরাদ্দ করা হয়েছে। সেখানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও পেয়েছেন। যার শেয়ারকে বিএসইসির নির্দেশনা অনুযায়ি উদ্যোক্তা/পরিচালকদের অংশে দেখানো হচ্ছে। এ কারনেই উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারন ০.০৫ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির আইপিওতে মাহতাব উদ্দিন ০.০৫ শতাংশ হিসেবে প্রায় ২৬ লাখ ১৯ হাজার শেয়ার পেয়েছেন। উদ্যোক্তা/পরিচালক হিসেবে তার শেয়ার ৩ বছর লক-ইন থাকলেও অন্যসব কর্মকর্তা-কর্মচারীদেরগুলোতে ২ বছর দিয়েছে বিএসইসি।
আরও পড়ুন…..
৭০ টাকায় কোটি কোটি শেয়ারের ক্রেতা থাকলেও এখন ৫৫ টাকাতে নেই
বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২১/আরএ
One thought on “যে কারনে রবির উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারন বেড়েছে”